1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

বেনাপোলে গাঁজাসহ যুবক আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বেনাপোল প্রতিনিধিঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ রাসেল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে পোর্ট থানাধীন নারায়নপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি মেঃ রাসেল মিয়া (৩৫) সে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া (পশ্চিম পাড়া) গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া’র নির্দেশনায় এসআই মোঃ রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন নারায়নপুর (নতুনপাড়া) সাকিনস্থ ভান্ডারীর মোড় নামক স্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ রাসেল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিতে যুক্ত থাকা বাবু নামে আরেক আসামি পালিয়ে যায়। পলাতক আসামি বাবু (৩৮) আটক আসামির প্রতিবেশী ও একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, এক কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বাবু নামে আরেক আসামি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। একইসাথে পলাতক আসামি আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট