স্টাফ রিপোর্টার : বাগেরহাটের রামপালে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ মে) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার ১নং গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রামের চর এলাকায় প্রতিবন্ধী গৃহবধূ (৩৯) ধর্ষণের শিকার হয়েছে।
এঘটনায় ধর্ষক মো. মনিরুল ইসলাম মনি (৫০)কে পুলিশ গ্রেফতার করেছে।
সুত্রে জানা যায়, প্রতিবন্ধী নারী’র স্বামী ধান কাটা কাজে বাহিরে থাকায় ধর্ষক মনি এই সুযোগে ওইদিন ধর্ষক মনিরুল ইসলাম মনি পানি খাওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূ ওই নারীকে মুখ চেপে ধরে পাশের রুমে নিয়ে ধর্ষণ করে।
পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষক মনি ধর্ষিতাকে এই ঘটনা কাউকে না বলার জন্য তাকেও তার স্বামীকে হত্যার হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।