ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ইট বোঝাই ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০ উপজেলার ঝিলের ডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন জিলের ডাঙ্গা নিঝুমপুর নামক স্থানে
ডুমুরিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ইট ভর্তি ট্রাক মেইন রোড দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সাথে আঘাত লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গাড়ির ড্রাইভার ডুমুরিয়া বাদুরগাছা গ্রামের আলমগীর মোল্লার ছেলে মোঃ আজহারুল মোল্লা (১৮), ঘটনাস্থলে মারা যায় এবং ট্রাকে থাকা অন্য ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজনের সহযোগিতায় ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাস্থলে ডুমুরিয়া ফায়ার সার্ভিস এবং ডুমুরিয়া হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ উপস্থিত রয়েছে।