1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় ৬০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের বাসিন্দা গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার জেলার বরুইতলী এলাকার জনৈক কবির আহমেদের ছেলে মোঃ ইব্রাহিম (২২) বুধবার রাতে ৬শ’ পিস ইয়াবার একটি চালান নিয়ে খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এসেছিলেন। কিন্তু সেখানকার অজ্ঞাত মাদক কারবারীর হাতে পৌছে দেবার আগেই সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ওই মাদক কারবারীর নাম জানতে পারেনি। তবে, তার মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ শরিফুল ইসলাম  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইচগাতী এলাকায় পরিচালিত অভিযানে আসামি ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ইয়াবার মূল হোতা কক্সবাজারের বাসিন্দা। তার সাথে স্থানীয় মাদক কারবারী যোগাযোগ করে ইয়াবার চালানটি এনেছে। তবে আসামি তার নাম জানে না বলে দাবি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট