1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট : খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ওয়ানশুটারসহ কয়েক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ জুন) দিবাগত রাত ২টা থেকে শুরু হয়ে রবিবার (৮ জুন) সকাল ৭টা পর্যন্ত চলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শামসুর রহমান রোডের বাসিন্দা গগন দত্তের ছেলে আব্দুর রহমান (নওমুসলিম), একই এলাকার বাসিন্দা বাবু গাজীর ছেলে মো. ইদ্রিস গাজী এবং গ্রেনেড বাবুর বাবা জোনায়েদ চৌধুরী মিন্টু।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম অভিযান এবং তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে রাত ২টার দিকে অভিযান চালায়। এ সময় তারা সেখান থেকে একটি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি, ২৫টি ক্রেডিড কার্ড, ২৬৮ মালোয়েশিয়ান রিংগিত, ৫০ দিহরাম, ৩৩০ ভারতীয় রুপি, ৪৮১ ডলার, ২টি স্মার্ট ও ৩টি বাটল ফোন এবং দুটি ব্যাংকের স্বাক্ষর করা চেক বই উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অভিযান শেষ হলে যৌথ বাহিনীর সদস্যরা আটক ওই তিনজনকে খুলনা থানায় হস্তান্তর করে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট