1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

চিতলমারীতে গৃহ বধুকে ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের চিতলমারী উপজেলার চর কচুড়িয়া গ্রামের (অষ্টাদশীর্) গৃহ বধুকে ধর্ষনের ১৩ দিন পর চিতলমারী থানা পুলিশ ধর্ষক এমরান শেখ (৩০) কে ঢাকার শ্যামপুর এলাকা থেকে ৯জুন ভোররাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এমরান শেখ উপজেলার চর কচুড়িয়া গ্রামের মোখলেছ শেখের ছেলে। ধর্ষক এমরানকে ১১জুন সকালে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন গনমাধ্যমকে নিশ্চিত করে ছেন।
তিনি আরো জানান, এমরান ঐ গৃহ বধূকে ধর্ষনের পর গা-ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৯জুন ভোর-রাতে ঢাকার শ্যামপুর এলাকা থেকে থানার একদল চৌকষ পুলিশের অভিযান কালে গ্রেপ্তার করা হয়। ধর্ষক এমরানকে গ্রেপ্তারের খবরশুনে ভিকটিমের পরিবার ও এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
উল্লেখ্য ঘটনার দিন সকালে ধর্ষিতার স্বামী ধর্ষক এমরান শেখের জমিতে কাজে জায় এবং কাজে যাওয়ার সময় তার স্ত্রী অসুস্থ থাকায় তাকে ঘরের দরজা দিয়ে ঘুমোতে বলেন। এই ফাঁকে ধর্ষক এমরান শেখ ধর্ষিতার নির্জন বাড়ীতে গিয়ে জোর পূর্বক ঐ গৃহবধূকে ধর্ষন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট