1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী মোসলেম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত ৭ জুন ঈদের দিন দুপুরে বৈদ্যপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা ৮ জুন ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ঈদের দিন দুপুর ১২টার দিকে তাঁর প্রতিবন্ধী মেয়ে বাড়ির পাশে খেলছিল। সে সময় একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা মোসলেম (মৃত শাহাজাহান সরদারের ছেলে) তাঁর মেয়েকে খাবারের লোভ দেখিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে যান। সেখানে কাঁচি ধরে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনা প্রকাশ করলে জানে মেরে ফেলার হুমকি দেন। পরে মেয়েটি বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর এক আত্মীয় বলেন, বিষয়টি জানাজানি হলে ধর্ষক মোসলেম এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় প্রথমে টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি এলাকা থেকে পালিয়ে যান।
কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ৮ জুন একটি ধর্ষণ মামলা (নং-০৫) দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট