1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

সাতক্ষীরায় আলোচিত আব্দুল কাদের মেম্বার গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে সাতক্ষীরা শহরের একটি পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আব্দুল কাদের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের ইলাহী বক্সের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাদের দীর্ঘদিন ধরে নারী দিয়ে ফাঁদ পেতে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীকে ব্লাকমেইল করে তার কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিতেন।

সম্প্রতি এক ব্যবসায়ী আব্দুল কাদেরের দারা ব্লাকমেইলের শিকার হয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় তদন্ত শেষে আব্দুল কাদেরের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই কাদের পলাতক ছিলেন।

র‌্যাব প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।
রাতে তাকে সাতক্ষীরা সদর থানার সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট