1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

দাকোপে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট :  দাকোপ উপজেলার একটি স্কুলের নবম শ্রেণীর ১৭ বছর বয়সী এক ছাত্রীকে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় মোঃ শাহরিয়ার হোসেন জিম নামে এক যুবক কুপ্রস্তাব দিতেন। তার অনৈতিক আহবানে সাড়া না দেয়ায় সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভিকটিম পরিবারের পক্ষ থেকে ওই কিশোরীকে উত্যক্ত না করার জন্য অনুরোধও করা হয়েছিল। এরপর তিনি ওই ছাত্রীকে গত ১৫ জুন সন্ধ্যায় উপজেলার কালীনগর এলাকা হতে অপহরণ করেন। এ অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম গত বুধবার রাতে ২ নং কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ী থেকে ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতার করেছে মোঃ শাহরিয়ার হোসেন জিম (২১) নামের আসামিকে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে ভিকটিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দী প্রদাণের জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামি শাহরিয়ারকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট