ডেস্ক রিপোর্ট : খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩০ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কেএমপির হরিণটানা থানার বাঁশবাড়ীয়া গ্রামের জাকির হোসেনের ছেলে রায়হান (১৬) নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর বেলা ১১টা পাঁচ মিনিটে মারা যান জুয়েল বাবু নামের একজন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুজন নিহত হন। আহত হন আরো ৪ জন। এ ঘটনায় আহত চারজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- ইজিবাইক যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)। হরিণটানা থানার ওসি খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে।