দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে টিকা, প্রশিক্ষণ ঔষধ প্রদান কর্মসূচীর সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিএনআরএসের ইভলভ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও সিএসও নেটওয়ার্ক সদস্যরা এ সভার আয়োজন করেন।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হল রুমে উপজেলা সিএসও নেটওয়ার্ক সদস্য ও দাকোপ প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর তৃপ্তি মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রকল্প ব্যাবস্থাপক শাহরিয়ার মান্নান, প্রকল্প সমন্বয়ক দেবাশীষ ঘোষ, শিক্ষক চিন্ময় বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিএসও নেটওয়ার্ক সদস্য কালিপদ রায়, দান কুমারি, হেনা রায়, শিবানী রায়, বিনীতা রায়, দূর্গা ঘোষ, পলাশ সরদার, মমতা রায় প্রমুখ। সভা শেষে উপজেলার প্রয়োজন বিবেচনা করে বরাদ্দ বাড়ানোর জন্য প্রধান অতিথি বরাবর সিএসও নেটওয়ার্ক সদস্য বৃন্দ একটি আবেদন প্রেরণ করেন।