ডুমুরিয়া প্রতিনিধি : একসময় যিনি ছিলেন মাছ কাটার সাধারণ শ্রমিক, আজ তিনি এলাকার উদ্যোক্তা। শুধু নিজের নয়, আশপাশের অনেকের জীবনদৃষ্টিও পাল্টে দিয়েছেন তিনি। বলছি বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের বৃন্দাবন দাসের কথা—যিনি এখন মাছের আঁইশ প্রক্রিয়াজাত করে আয় করছেন উল্লেখযোগ্য অর্থ এবং লিখছেন সম্ভাবনার নতুন অধ্যায়।
প্রকল্পভিত্তিক কাজের সুযোগ নিয়ে বৃন্দাবন দাস যুক্ত হয়েছেন পিকেএসএফ, নবলোক পরিষদ, IFAD ও DANIDA-এর যৌথ অংশীদারিত্বে পরিচালিত আরএমটিপি প্রকল্পে। এই প্রকল্পের সহায়তায় তিনি প্রতি মাসে প্রায় ৩০০ কেজি মাছের আঁইশ সংগ্রহ করছেন এবং খুলনার রূপসা উপজেলার ইলায়পুর বাজারে প্রতি মণ ২,৪০০ টাকা দরে বিক্রি করছেন।
এতে করে বছরে তাঁর বাড়তি আয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা, যা দিয়ে ইতোমধ্যে মেয়ের বিয়ের খরচ মিটিয়েছেন এবং এখন ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতিও নিচ্ছেন।
উদ্যোক্তা বৃন্দাবন বলেন, আগে কেবল মাছ কাটতাম, আয় ছিল অল্প। এখন আঁইশ দিয়ে ব্যবসা করি। এই টাকা দিয়েই মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেকে বিদেশ পাঠানোর পরিকল্পনাও করছি। জীবনে এই পরিবর্তন এনে দিয়েছে আঁইশ আর প্রকল্পের সহায়তা।