দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় চালনা পৌরসভার অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেনের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা রিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আব্দুস সামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, করুনা কান্ত সরকার। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক লোচন বিশ^াস, অনুরাধা চক্রবর্তী প্রমুখ। এসময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।