কুষ্টিয়া প্রতিনিধি: শুক্রবার সকাল সাড়ে দশটার সময় কুষ্টিয়ার খোকসা পৌরসভার স্কুল মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিটে স্মার্ট টিভি শোরুমের আগুনে পাঁচ দোকান পুড়ে ছায় হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, স্মার্ট টিভির শোরুমের স্বত্বাধিকারী সিদ্দিক শাহ (৫০), মেসার্স আরবার ফার্মেসির স্বত্বাধিকারী তৌফিক হেলাল সোহাগ, মেসাস নাঈম ফার্মেসী এর স্বত্বাধিকার মো: রেজাউল করিম, বন্ধু খেলাঘর এর স্বত্বাধিকারী মো: জীবন ও স্পোর্টস এন্ড স্টাইল জোন এর সত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: লিটন বিশ্বাস।
খোকসা ফায়ার সার্ভিস টর টিম লিডার হাবিবুর রহমান জানান, বিদ্যুতের শর্ট-সার্কিটে স্মার্ট টিভি শো-রুমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় দোকানদাররা টের পেয়ে খোকসা ফায়ার সার্ভিস স্টেশন কে জানালে তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানদারদের তথ্য মোতাবে প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল পুড়েছে।
সংবাদ পেয়ে খোকসা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দেন।