ডেস্ক রিপোর্ট : ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে চিহ্নিত ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা)। তাই এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে ভুল সংশোধনের প্রস্তাব নির্ধারিত ইমেইলে ছক অনুযায়ী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছক (NikoshBan, ১২ ফর্ম) অনুযায়ী সংশোধনের প্রস্তাব প্রস্তুত করতে হবে এবং তা হার্ড কপির পাশাপাশি সফট কপিও govt.sec2@moedu.gov.bd এই ইমেইলে পাঠাতে হবে। এই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠির প্রেক্ষিতে জারি করা হয়েছে। এর লক্ষ্য হলো—পাঠ্যবইয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আরো নির্ভুল ও তথ্যবহুল পাঠদান নিশ্চিত করা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের(ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত চিঠিতে আরো বলা হয়েছে, শিক্ষকদের পাঠ্যবইয়ে চিহ্নিত ভুলগুলো নির্ধারিত ছকে উপস্থাপন করে তা দ্রুত সময়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
সম্প্রতি বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে তথ্যগত ভুল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মিশ্রু প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সেই বিষয়টি মাথায় রেখে ভুলগুলো সংশোধন করে পরবর্তী সংস্করণে তা পরিমার্জনের উদ্যোগ নেওয়া হচ্ছে।