1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

খুলনায় মুষলধারে বৃষ্টিপাতে জলাবদ্ধতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ডেস্ক রিপোর্ট : খুলনায় মুষলধারে বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে মেঘে ঢেকে ছিল নগরী খুলনা। গুড়ি গুড়ি বৃষ্টির পর দুপুর গড়ানোর পরে আরও ঘণীভূত হয় মেঘ। বিকেল ৪টা থেকে শুরু হয় মাঝারী ধরনের বর্ষণ। রাত ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতেই রয়েল মোড়, পিটিআই মোড়, ময়লাপোতা, সাত-রাস্তাসহ নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
শিক্ষার্থী, পথচারী, নগরবাসী ও ব্যবসায়ীদের অভিমত, কেবল প্রবল বৃষ্টিতে না, বরং সামান্য বৃষ্টিতেও খুলনার রয়েল মোড়সহ নানান জায়গায় জলাবদ্ধতার পুণরাবৃত্তি সহজেই লক্ষণীয়। কর্তৃপক্ষ যত দ্রুত স্থায়ীভাবে পদক্ষেপ না নেবে, ততক্ষণ নগরবাসীর ভোগান্তি অব্যাহত থাকবে।
শিক্ষক বাহারুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে রাস্তাঘাট তলানোর কারণে শিক্ষার্থীরা সময়মত ক্লাসে আসতে পারে না। বিশেষত মেয়েরা এ সময়ে আসে না।’
রিকশা চালক জালাল মোল্লা বলেন, ‘রিক্সা চালিয়ে আমার সংসার চালাতে হয়। বৃষ্টির দিনে ভাড়া কম হয়, ফলে সংসার চালাতে আমার কষ্ট হয়ে যায়।’
মডার্ণ ফার্নিচার মোড়ের বাসিন্দা রিয়াজ হোসেন বলেন, ‘অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজগুলো পরিষ্কার না করা, বৃষ্টি মৌসুমের পূর্বে রাস্তা মেরামত ও ড্রেনগুলোর সংস্কার না করাসহ নানান কার বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় আমাদের।
খুচরা সবজি বিক্রেতা নাসির ফরাজি বলেন, ‘বৃষ্টিতে কাস্টমার আসে না, সারাদিনে শ’পাঁচেক টাকারমত বিক্রি করতে পারছি।’
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে। আজ রাত ৯টা পর্যন্ত খুলনায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকবে। বুধবার থেকে কিছুটা কমবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট