চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যদ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণের দায়ে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর অজিত কুমার ঘোষকে ২০ হাজার টাকা, পচা ও বাসি মিষ্টি রাখার দায়ে আলম মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা, একই অপরাধে সাতক্ষীরা আদী ঘোষ ডেয়ারির বর্তমান প্রোপ্রাইটর ববিতা রানী ঘোষকে ৭ হাজার এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সুশান্ত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, আসল ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সমর কুমার ঘোষকে ৫ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আসিক-সিয়াম ফল ভান্ডারের প্রোপ্রাইটর শরিফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন। একাধিকবার জরিমানা করা হলেও তিনি তা পরোয়া করেন না এবং স্বেচ্ছায় সামান্য জরিমানা দিয়েই আবার একই কাজ চালিয়ে যান।
অভিযানকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।