দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষন কেন্দ্রের মাঠে ৩শত কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকের চারা বিতরন করা হয়। উপজেলায় ২০২৪-২৫ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে এই নারিকেল চারা বিতরন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান। বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.সাইফুল ইসলাম শাহীন,পূবালী ব্যাংক পিএলসি দশমিনা শাখার ব্যবস্থাপক রুবাইয়াত মোর্শেদ মিশুক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৩শত কৃষকের মাঝে নারিকেল চারা বিতরন করা হয়।