ডেস্ক রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গার বাঁশবাড়ী এলাকা হতে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তিন জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে সেনা বাহিনী ও থানা পুলিশের প্রায় ঘন্টাব্যাপী যৌথ অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিরা হচ্ছে, শাকিল আহমেদ (৪০), শহিদুল ইসলাম খোকন (৩৪) এবং শকিল শেখ (২৩)। বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি শাকিল আহমেদের বিরুদ্ধে নগরী ও জেলার কয়েকটি থানায় বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। থানা পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাঁশবাড়ী এলাকায় শাকিল আহমেদের বসত ঘর হতে ম্যাগজিনে গুলি ভর্তি অবস্থায় ৭ দশমিক ৫ মি:মি: পিস্তলটি উদ্ধার হয়। গ্রেফতার হয়- তিন আসামি। তিনি জানান, ওই অস্ত্র ও গুলির উৎস কি? আসামিরা কি উদ্দেশ্যে তা সংরক্ষণ করেছিল? তাদের হেফাজতে আরও আগ্নেয়াস্ত্র ও বুলেট আছে কিনা? তাদের অন্য সহযোগী কারা? তাদের অবস্থান কোথায়? এসব প্রশ্নের উত্তর জেনে উদ্ধার-গ্রেফতারের চেষ্টায় তিন আসামিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আজ বুধবার আদালতে আবেদন করা হবে। তবে, কতো দিনের রিমাণ্ড চাওয়া হবে? এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।