1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

পাইকগাছায় সরকারি খাস খাল বিলান দেখিয়ে আত্মসাতের চেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় সরকারি ৩৬.৪৫ একর খাস খাল বিলান চাষাবাদের জমি দেখিয়ে জালিয়াতির মাধ্যমে ক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। নিজেরা বাদী -বেবাদী হয়ে আদালতে মামলা করে রায় পেলেও পানি সরবরাহের সরকারি গেটের খাল হওয়ায় ১৬ টি গ্রামের জনগণ দখলে যেতে দেয়নি। সরকারী খাল হওয়া বিষয়টি জানার পর সরকারের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক এ বিষয় নিয়ে আদালতে দেঃ মামলা করেছে।
এদিকে নির্মল চন্দ্র মন্ডল ও মনোহর মন্ডলের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ হয়েছে। নির্মল চন্দ্র মন্ডল ও মনোহর উপজেলার  রামচন্দ্র নগর নাবা গ্রামের মৃত অতুল কৃষ্ণ মন্ডলের ছেলে। নির্মল মন্ডল ও মনোহর মন্ডল এ জালিয়াতির কাজ করে। যার বিরুদ্ধে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর আবেদন করে। সম্প্রতি নির্মল ও মনোহার খালটি দখলে নেয়ার  উদ্দেশ্যে খালের দু মাথায় বাঁধ দেয়। এলাকাবাসী জানার পর ১০ গ্রামের শত শত এলাকাবাসী সে বাঁধ কেটে দিয়ে দখলবাজদের তাড়িয়ে দেয়।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কামারা আবাদ ও ভৈরবঘাটা মৌজার ও ১৬ টি গ্রামের পানি সরবরাহের একমাত্র খাল এটি। যা বিলান জমি দেখিয়ে জাল জালিয়াতির কাগজ তৈরী করে  সরকারের চোখ ফাঁকি দিয়ে  নিজেরা বাদী বেবাদী  হয়ে ১৯৮৬ সালে দেঃ মামলা করে ও ৯০ সালে রায় পান। যেখানে সরকারকে বিবাদী করা হয়নি। অথচ এ খালটি সরকারী এবং সরকারের নামে সর্বশেষ রেকর্ড হয়েছে। আর এ খাল দিয়ে যেসব গ্রামের পানি সরবরাহ হয় তাহলো এই সকল খাল ও স্লুইসগেট জনগণের ব্যবহার্য সম্পদ। যার পরিমাণ ৩৬.৪৫ একর। অনেকেই এখালে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ১৬ টি গ্রামের   হাজার হাজার হাজার বিঘা জমির পানি এ খাল দিয়ে নিস্কাশিত হয়। কৃষি চাষাবাদ হয় এ খালের পানি দিয়ে। খাসখাল উন্মুক্তের দাবিতে উপজেলার কপিলমুনি ইউপির কাজিমুছা গ্রামের মৃত এরফান আলী খা এর ছেলে মোঃ আশরাফ আলী খা বাদী হয়ে ৬৭০ এলাকাবাসী সহ ৭,৮,৯ নং ওয়ার্ডের সকল ইউপি সদস্যসহ স্বাক্ষরিত একটি অভিযোগ খুলনা জেলা প্রশাসক দপ্তরে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, খালটি যদি দখলবাজারা দখল করে নেয়ার কোন প্রকার অপচেষ্টা করে তাহলে সর্বসাধারণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এছাড়াও এলাকাবাসী এ জালিয়াতি বাজদের দ্রুত গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম শামীম জানান এরমধ্যে  বহুল আলোচিত নাছিরপুর খাল অবমুক্ত করেছি এটাও তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট