দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের সাথে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি আশার প্রদীপ সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু প্রভাব মোকাবেলা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ কুমার মৃধার সভাপতিত্বে ও প্রকল্পের প্রোগ্রাম অফিসার সৌমিত্র চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সেলিম রেজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি জাকারিয়া আল হেলাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাগরিক উদ্যোগের বিভাগিয় প্রতিনিধি মানিক রঞ্জন দাস, এসডর নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগি, সাংবাদিক মামুনুর রশিদ, পল বাড়ৈ, আলেয়া খাতুন, উত্তম বিশ^াস, যমুনা সরকার প্রমুখ। এসময়ে এনজিও প্রতিনিধি, সিবিও সদস্য, ইয়ুথ ক্লাবের সদস্য, দলিত নেতাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।