ডেস্ক রিপোর্ট : নগরীতে দিনে-দুপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের দৌলতপুর থানা কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা (৪২) খুন হয়েছেন। আততায়ীরা মহেশ^রপাশা পশ্চিম পাড়া এলাকায় ভিকটিমের বাড়ীর সামনে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত মাহবুবুর রহমান ওই এলাকার জনৈক আব্দুল করিম মোল্লার ছেলে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ গত কয়েকমাস আগে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতা-কর্মীদের সাথে এক সংঘর্ষ হয়। মাহবুবুর মুখে গামছা পেচিয়ে ধাঁরালো অস্ত্র হাতে ওই সংঘর্ষে অংশ নেন। এরপর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
শুক্রবার দুপুর প্রায় দেড়টা। স্থানীয় মসজিদে তখন জুম্মার নামাজের খুতবা চলছিল। মাহবুবুর মসজিদের উদ্দেশ্যে বাড়ীর গেট থেকে বেরিয়েছেন। আকষ্মিক সেখানে একটি মোটর সাইকেলে হেলমেট পরিহিত তিন ঘাতক আসেন। তাদের এলোপাতাড়ি গুলিতে মাহাবুব মুহূর্তেই লুটিয়ে পড়েন। শ্যুটাররা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে আশ-পাশের লোকজন ছুটে এসে গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কেএমপি’র এক কর্মকর্তা তাৎক্ষনিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব কথা বলেন। তিনি জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবার ও অবৈধ অস্ত্র সংক্রান্ত ব্যাপারে জড়িত থাকার অবিযোগ রয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির চারটি খোসা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের অপেক্ষায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।