সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক চিংড়িঘের ব্যবসায়ী নিহত হয়েছেন । আজ মঙ্গলবার (১৫ জুলাই ) সকাল সাতটার দিকে উপজেলার চিংড়িখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুভাষ মন্ডল (৪৫)। তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শ্যামনগরের চিংড়িখালি নামক স্থানে সুভাষ মন্ডলের একটি মাছের ঘের রয়েছে। সকালে ওই ঘেরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান।
পাশ্ববর্তী ঘের ব্যবসায়ী আনসার আলী জানান, সুভাষ মন্ডলের ঘেরের পাশেই তার মাছের ঘের রয়েছে। তার সামনেই এই বজ্রপাতের ঘটনা ঘটেছে উল্লেখ করেন তিনি।