ভেড়ামারা প্রতিনিধি : সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার পরিবারের আয়োজনে স্টাফ রিপোর্টার মামুন আল ফারুকের পুত্র রুবাইত আহামেদ মাহী’র এস.এস.সি পরীক্ষায় সাফল্যের সহিত উত্তির্ণ হওয়ায় সোমবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা বামনপাড়ায় অবস্থিত ইয়া ইয়া ফুড পার্কে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক, কলামিষ্ট, লেখক, গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ভেড়ামারা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, বাংলাদেশ কৃষি ব্যাংক জুনিয়াদহ শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম শ্যামল, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক আনিসুর রহমান, রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক, বিশিষ্ট সাহিত্যিক, আবৃত্তিকার ও অভিনেতা রাশেদুল আওয়াল রিজভি। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এস.আবু ওবাইদা-আল-মাহাদী, জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুর্জয় কুমার কুন্ডু, শাহিনুর রহমান শাহিন, উজ্জল হোসেন, সাংবাদিক মিলন আহম্মেদ, মুফতি আব্দুল কাদেরসহ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রুবাইত আহামেদ মাহীর পিতা ও চেতনায় কুষ্টিয়া পত্রিকার সাংবাদিক মামুন আল-ফারুক। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জুনিয়াদহ হাটখোলা মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল কাদের।