কালিগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামের ভৈরব নদীতে তৃতীয় শ্রেণীর ছাত্র নাঈম গোসল করতে যেয়ে নিখোঁজ হয়। খুলনা ডুবুরি এবং কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারে ব্যর্থ হলে কত মঙ্গলবার উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে। কিন্তু গ্রামবাসী হাল ছাড়িনি তাঁরা উদ্ধার কাজ চলমান রাখেন। অবশেষে গ্রামবাসী নাঈমের মৃত দেহ উদ্ধার করেছে। গত সোমবার দুপুরে তৃতীয় শ্রেণীর ছাত্র নাইন তার কয়েকজন বন্ধু নিয়ে গ্রামের ভৈরব নদীতে গোসলের জন্য নদীর ব্রিজের উপর থেকে লাফ দেয় এতে আলমগীর হোসেন নাঈম নিখোঁজ হয়। সাথে থাকা বন্ধুরা তার বাড়িতে খবর দেয়। এ সময় স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায় কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে যোগ দেন। পরবর্তীতে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয় জনতা এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মীরা যৌথভাবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং নদীতে কুচুরিপানা ও স্রোতের কারণে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে তারা গত মঙ্গলবার চলে যায়। কিন্তু নিহত শিশু নাঈমের স্বজন ও গ্রামবাসিরা হাল ছাড়েনি। তারা নদীর সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজে তার মরা আজ বুধবার বেলা বারোটার সময় উদ্ধার করেন।