শরণখোলা আঞ্চলিক অফিস : ”সংকট দুর্যোগ যাই হোক শিশু শ্রম বন্ধ হোক”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরণখোলার উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝরে পড়া রোধ ও শিশুশ্রম বন্ধ প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ জুলাই চাইল্ড লেবার মনিটরিং কমিটির সহ-সভাপতি লিটন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কার্ড এইড রিসোর্স প্রজেক্টের কোঅর্ডিনেটর জয়নাল আবেদীন।বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন সংস্থা উদায়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ শেখ আসাদুজ্জামান আসাদ। উপজেলা এনজিও ফোরামের সাবেক সভাপতি চাইল্ড লেবার মনিটরিং কমিটির সদস্য সচিব মীর সরোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলার কাব লিডার শিক্ষক নেতা মিজানুর রহমান, সংস্থার প্রজেক্ট ম্যানেজার মহিউদ্দিন আহমেদের,সাংবাদিক সাবেরা ঝর্ণা, প্রকল্পের এডভোকেসি অফিসার মেঘলা জামান, শিক্ষক রুবেল মিয়া।সবাই শিশুশ্রম বন্ধে ও প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মেঘলা জামান।
প্রধান অতিথি কৃষিবিদ জয়নাল আবেদীন বলেন,পারিবারিক অসচ্ছলতারসহ নানা সমস্যার প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুরা ঝড়ে পরে এবং শিশুশ্রমে যুক্ত হয়।এক্ষেত্রে শিক্ষক এ কমিটির নেত্রীবৃন্দদের এলাকা ভিত্তিক বাড়ি গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে অভিভাবকদের সচেতন করতে পারলে ঝড়ে পরা, শিশুশ্রমে রোধ ও নিয়মিত শিশুদের স্কুলমূখী করতে অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান।