দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় বসতবাড়ীতে ফল চাষ উন্নয়ন কার্যক্রম এবং চর রক্ষা উপযোগী বৃক্ষরোপন কার্যক্রমের আওতায় কৃষি বিভাগের বাস্তবায়নে চরাঞ্চলের কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। মৌসুম খরিপ-২,২০২৪/২৫অর্থ বছরে উপজেলার দক্ষিন খারিজা-বেতাগী চরাঞ্চল কৃষক গ্রুপের নিকট ১৫০টি পেয়ারাএবং চরহাদী চরাঞ্চল কৃষক গ্রুপের নিকট ২৫০টি তাল, খেজুর, নারিকেল, আম,নিম,বট গাছের চারা প্রদান করা হয়। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় বসত বাড়ীতে ফল চাষ উন্নয়ন কার্যক্রমের অধীনে কৃষকদের মাঝে এই চারা বিতরন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ। গাছের চারা বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাস্ট্রীয় পদকপ্রাপ্ত উদ্যোক্তা কৃষক কাজী আনিছুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.দুলাল সিকদার, মো.রবি ফয়সাল.মো.সবুজ সিকদার প্রমুখ।