দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় জুলাইয়ের গণভ্যুত্থানে নিহত শহীদ জিহাদের সমাধিতে পুস্পস্তপক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা ছাত্রদল এবং পরিবারের পক্ষ থেকে দোয়া মিলাদের আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো.আবুল বশারের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। বাদ জোহর শহীদ জিহাদের বাবা পারিবারিক ভাবে নিজ বসতঘরে কোরআন খতম ও দোয়া মিলাদের আয়োজন করেন। নিহত শহীদ জিহাদ উপজেলার সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নুরুল আমিন মোল্লার ছোট ছেলে এবং ঢাকার সরকারী কবি নজরুল কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। গত বছরের ১৯ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকার সরকারী কবি নজরুর কলেজের মেধাবি ছাত্র জিহাদ যাত্রাবাড়ি ব্রিজে নিচে গুলিবিদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে সহপাঠিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। পরে ২০ জুলাই রাত ১১ টার সময় এ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়ি দশমিনা উপজেলায় নিয়ে আসা হয় এবং ২১ জুলাই সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত শহীদ জিহাদের বাবা নুরুল আমিন মোল্লা বলেন, আমার ছেলের আজ ১ম মৃত্যুবার্ষিকী । আমার ছেলে সহজ সরল ছিলো। ওকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন ছিলো। গত বছর ১৯ জুলাই বিকেলে শুনতে পাই আমার ছেলে গুলি খায়, সন্ধ্যায় শুনি মারা যায়। আমার ছেলের মারা যাবার কথা শুনে আমার পরিবারের সকল স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। আমার ছেলের হত্যাকারিদের ফাসির দাবি করছি। ফাঁসি না হলে মরেও শান্তি পাবো না।