ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদক বিরোধী অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আফরিন হামিম ওরফে তমা (৩০) নামের এক নারী মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নওয়াপাড়া মোড়ে খুলনা-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈকত মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কালাম ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে মোল্লাহাট থেকে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহজনক আচরণ করায় বাসে থাকা আফরিন হামিম তমাকে নারী পুলিশ সদস্যরা তল্লাশি করলে তার ভ্যানিটিব্যাগ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আফরিন হামিম দীর্ঘদিন ধরে বাগেরহাট ও আশপাশের জেলায় ইয়াবা পাচার করে আসছিল।
এ ঘটনায় এসআই সৈকত মল্লিক বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।