মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদল কর্মী মঞ্জুর মোর্শেদ মুবিন (২৩) কে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত মুবিনের মেঝ ভাই মিনহাজুল আবেদীন মুহিত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ১২ জন ছাড়াও অজ্ঞাতনামা ৮-১০ জন আসামী করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকার প্রিন্স হোটেল সম্মুখ সড়কে থানাপাড়া এলাকার খোকন মোক্তারের পুত্র রফিকুল ইসলাম রনি সহ আসামীরা ছাত্রদলকর্মী মঞ্জুর মোর্শেদ মুবিন কে চাপাতি দিয়ে এলোপাথাতি কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় সন্ত্রাসীদের কোপে মুবিনের সাথে থাকা তামিম হোসেন নামে অপর এক যুবকও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে আহতদের রাতেই ঢাকায় রেফার করা হয়। ঢাকা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে আহত ছাত্রদলকর্মী মুবিন মারা যান। নিহত ছাত্রদলকর্মী মুবিন মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শামীম মিয়া মৃধার ভাগ্নে ও মঠবাড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ ইদ্রিস আলী মহারাজের কনিষ্ঠ পুত্র।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।