1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

মঠবাড়িয়ায় সাংবাদিক বুলেটের বাসায় চুরি

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : দৈনিক যায়যায়দিন পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেটের বাসায় চুরি ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামী করে ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেছেন সাংবাদিক মোস্তফা কামাল বুলেট। মামলা সূত্রে জানা যায়, ১৬ জুলাই বুধবার রাত পোনে ৯টার দিকে সাংবাদিক মোস্তফা কামাল বুলেটের পৌর এলাকার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বসত ঘরের দরজার তালা ভেঙ্গে একটি সংঘবদ্ধ চোরচক্র দল স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
সাংবাদিক বুলেট জানান, ঘটনার দিন তিনি জরুরী কাজে বাগেরহাটের চিলতমারীতে যান।
এদিকে ওই দিন সন্ধ্যার পরে তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানেরা ছোট ভাই আবু জাফর জসিমের বাসায় বেড়াতে যায়। ফাঁকে চোরচক্ররা বসত ঘরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকা পয়সা নিয়ে যায়। এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরচক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট