1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

মৃত্যুর খবর ছড়াতেই লাইভে এলেন অভিনেতা রোহিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ডেস্ক রিপোর্ট : ‘ফ্যামিলি ম্যান’ খ্য়াত অভিনেতা রোহিত বাসফোরের রহস্যজনক মৃত্যু। অভিনেতার পরিবারের দাবি গত রবিবার বন্ধুদের সঙ্গে গুয়াহাটি গড়ভাঙ্গা জঙ্গলে পিকনিকে গিয়ে খুন শিকার হন। পরদিন জঙ্গলের ঝরনা কাছে মরদেহ পাওয়া যায়। মৃত্যুর খবর ছড়াতেই লাইভে এসে অভিনেতা জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিদেবন অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকদিন আগে গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির সঙ্গে ঝগড়া হয়েছিল রোহিতের। তারা প্রকাশ্য়ে প্রাণনাশের হুমকি দেয়। তারপরই অভিনেতা মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ তদন্তে নেমেছেন।

এদিকে অভিনেতার মৃত্যুর খবরটি মিথ্যা বলে জানিয়েছেন রহিত নিজেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। মৃত্যুর খবর ছড়িয়েছে নাম বিভ্রাটের জেরে। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘রোহিত বাসফোর নামের এক ব্যক্তি আসামের জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, কীভাবে ভুল তথ্য ছড়িয়েছে তা জানেন না।’

অভিনেতা রহিত দুঃখের সঙ্গে জানিয়েছেন, প্রত্যেকের কাছেই তার নিজের পরিচয়টা ভীষণ প্রিয়। পরিচয় নিয়েই প্রত্যেকে বেঁচে থাকেন। প্রতিটি মানুষ নিজের পরিচয়কে মন থেকে ভালবাসেন। তাই কারও সঙ্গে যখন নাম বিভ্রাটের ঘটনা ঘটে সেটা অত্যন্ত দুঃখের। একজনের পরিচয় যদি অন্যের নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে শুধু সেই মানুষটারই নয়, তার সঙ্গে যুক্ত প্রত্যেকের মনে আঘাত লাগে।

যে ব্যক্তি মারা গেছেন তার প্রতি শোকজ্ঞাপন করেছেন। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর দেখে চমকে গিয়েছেন রোহিতের বন্ধুরা। তিনি বলেন, ‘আজ যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি ঠিক আছি। আর একদম সুস্থ আছি।’

বলে রাখা ভালো, রোহিতকে ‘ফ্য়ামিলি ম্যান ৩’ সিরিজে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট