1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

সাতক্ষীরা রৌমারী ও চাপাই সীমান্তে ৫৪ জনকে পুশ ইন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি : রৌমারী, সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গতকাল মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা পুরুষ, নারী ও শিশু সহ ৫৪ জনকে পুশইন করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য-
কুড়িগ্রাম : রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ ব্যক্তিকে পুশইন করাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভোর ৪টার দিকে বড়াইবাড়ি সীমান্তে-১০৬৭ নম্বর সীমানা পিলারের নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও একাধিক সূত্র জানায়, অবৈধভাবে ১৪ জন নারী-পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে পুশইন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলে জানা গেছে। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী, তারা সবাই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই এলাকার খোরশেদ আলম, ময়জুদ্দিন, নুরুল হকসহ কয়েকজন জানান, ভারত থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিচ্ছিল বিএসএফ, এতে বাধা দেয় বিজিবি। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটায়, বর্তমানে পরিস্থিতি কিছু থমথমে রয়েছে বলে জানান তারা। তবে জামালপুর ব্যাটালিয়নের- ৩৫ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে আমাদের বিজিবি বাধা দেয়। পুশইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি, তারা দুই দেশে শূন্য রেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতক্ষীরা : সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিয়েছে করেছে বিএসএফ। ভোর সাড়ে ৫টায় তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। তারা কুড়িগ্রাম ও ঝালকাঠি জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। কয়েকদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যের রৌতক জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে বিএসএফ। পরে সীমান্তে এনে মঙ্গলবার ভোরে তাদের বাংলাদেশ সীমান্তের কুশখালী এলাকা দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বিজিবি ২৩ জন ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করেছে। তাদের মধ্যে নারী সাতজন, পুরুষ সাতজন ও ৯ শিশু রয়েছে। এ ঘটনায় বিজিবি ১৪ জন নারী-পুরুষের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের প্রবেশের দায়ে মামলা করেছে।
চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে। এরমধ্যে চার জন নারী, চার জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছেন। ঘটনার দিন বিকালেই তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর ইসলাম। আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর গ্রামের মৃত জেয়ার ব্যাপারির ছেলে মফিজুল হক, তারই স্ত্রী মোছা. মনজু বেগম, তাদের সন্তান মোছা. মিতু আক্তার, মো. বেলাল, মরিয়ম (২)। একই উপজেলার দাশিয়ারছড়া-বালাটরি এলাকার সামসুদ্দিনের ছেলে শাহাজুল ইসলাম, তার ছেলে মামুন মিয়া, মো. মাসুদ ও রিদয় ইসলাম। একই জেলার নাগেশ্বরী উপজেলার এগারমাথা এলাকার মৃত বক্তার আলীর স্ত্রী রফিয়া বেগম তারই মেয়ে ববিতা বেগম। কুড়িগ্রামেরই নাগেশ্বরী উপজেলার গোসাইবাড়ি এলাকার অতুল চন্দ্র বর্মণের ছেলে বুলু চন্দ্র সেন ও তারই স্ত্রী মতি সুনোতি রানী। বুলু চন্দ্র সেনের সন্তান শ্রী সুশান্ত চন্দ্র বর্মণ, শ্রী সুমন চন্দ্র বর্মণ, শ্রী গোপাল চন্দ্র বর্মণ, শ্রী বুলবুলি চন্দ্র বর্মণ। পুশইনের শিকার নাগরিকদের সঙ্গে কথা বলে বিজিবি জানান, যাদের পুশইন করা হয়েছে তারা সবাই বাংলাদেশি। দীর্ঘদিন আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা বিভিন্ন স্থানে কাজ করতেন। চলতি বছরের ১৭ মে ভারতের হারিয়ানা প্রদেশ থেকে তাদের আটক করে স্থানীয় পুলিশ সদস্যরা। সেখান থেকে ট্রেনযোগে তাদের হাওড়া জেলায় আনা হয়। পরে ২৪ মে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের ইটাভাটা ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়। এরপরেই ইটাভাটা ক্যাম্পের বিএসএফের সদস্যরা গতকাল ভোরে ভারতের ওপারের চিলারদাড়া এলাকা হয়ে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে ওই ১৭ জনকে পুশইন করে। পরে তাদের আটক করে বিজিবি। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় পরিচয়পত্র থাকার সুবাদে নিশ্চিত হওয়া গেছে যে, তারা সবাই বাংলাদেশি। দীর্ঘদিন আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং সেখানে ইটের ভাটায় কাজ করতেন তারা। আটককৃতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। এদিকে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। পরে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট