1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলা শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট : ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
শোভাযাত্রা শেষে ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
মেলার স্টলে আম, কাঁঠাল, লিচু, লেবু, মাল্টা, পেয়ারা, জাম, কদবেল, কলা, আনারস, ড্রাগন, লটকনসহ চুয়াডাঙ্গায় উৎপাদিত শতাধিত ফল শোভা পাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
স্টল পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘তিন দিনব্যাপি এই ফল মেলা মাধ্যমে তরুণ প্রজন্ম দেশীয় ফল সম্পর্কে জানতে পারবে। আগামী বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট