দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলার সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন উপজেলা বিএনপি’র আয়োজনে গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলার নলখোলা ঈদগাহ মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হয়।
দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র নব-নির্বাচিত সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মোস্তফা আহম্মেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকনসহ পটুয়াখালী জেলা, দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমূখ। নির্বাচিত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে সংবর্ধনাস্থল মুখর হয়ে উঠে।