ডেস্ক রিপোর্ট : নগরীর দৌলতপুর ও খুলনা সদর থানা এলাকা হতে মাদক কারবারী, চোর এবং পলাতক সাজাপ্রাপ্তসহ মোট পাঁচ আসামি গ্রেফতার হয়েছে। তাদের হেফাজত হতে এক কেজি গাঁজা ও বিভিন্ন চোরাই মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি টিম দৌলতপুরের শহেশ^রপাশা মধ্যডাঙ্গা জিন্নাহপাড়া এলাকা হতে এক কেজি গাঁজাসহ সাব্বির আশফাক (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে। সে ওই এলাকার জনৈক শেখ গোলাম মোস্তফার ছেলে। একই থানাধীন পাবলা এলাকা হতে সাজাপ্রাপ্ত আসামি হামিম শেখ (২০) নামে একজনকে থানা পুলিশ গ্রেফতার হয়েছে। সে একটি মামলায় আদালতের দেয়া এক বছর সশ্রম কারাদণ্ড, দু’ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাবাস দণ্ড মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ওই থানার আবু সুফিয়ান কলোনী এলাকা হতে চুরি করা বিভিন্ন মুদি মালামাল নিয়ে সালাউদ্দিন মিনা (২৫) এবং সাথী (২২) নামে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা স্থানীয় পশ্চিম সেনপাড়া এলাকার বাসিন্দা। এদিকে, খুলনা সদর থানা পুলিশ বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে দাতের চিকিৎসার পাঁচটি চোরাই যন্ত্রসহ রিয়াজ সানা (২৬) নামে এককজনকে গ্রেফতার করেছে। সে ওই এলাকার জনৈক সামাদ সানার ছেলে।