দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিশ^ জনসংখ্য দিবস উদযাপন উপলক্ষ্যে পরিষদের হলরুমে আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন লিসা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুবেন্দ্র সরকার, দশমিনা থানার পুলিশ পরিদর্শক (ওসি,তদন্ত) ইমাম মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুসফিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা এস.এম.আরিফুর রহমান, ডাঃ ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোহরব হোসেন, পূবালী ব্যাংক পিএলসি দশমিনা শাখার ব্যবস্থাপক রুবাইয়াত মোর্শেদ মিশুক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবার কল্যান সহকারী দিপু রানী, পরিবার কল্যান সহকারী পরিদর্শক আবুল বশার, পরিদর্শীতা মরিয়ম, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা শাহনাজ এবং পরিবার কল্যান কেন্দ্র ও বাশঁবাড়িয়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ট হওয়ায় সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।