পিরোজপুর প্রতিনিধি : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে এবং জামায়াতের অপ-রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ গন সংগীত পরিবেশন করেছে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল জাসাস। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের সোনালী ব্যাংকের সামনে এক প্রতিবাদ সমাবেশে জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এরং জাসাসের জেলা সদস্য সচিব এডভোকেট মো. খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, সম্পাদক আফজাল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি শেখ মহিদুল্লাহ সহি, সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদারসহ নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় এই দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল। এখন আবার নব গঠিত এনসিপি’কে সাথে নিয়ে পরিকল্পিতভাবে দেশের যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর মাধ্যমে সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। বক্তারা এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তারা বলেন, রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত জোট বেঁধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, একাত্তরের এই ঘাতক দালালদের কোন ভাবেই এই বাংলার মাটিতে ঠাই দেয়া হবে না। পরে গনসংগিত পরিবেশন করে জাসাসের শিল্পিরা।